সকল মেনু

বৃহস্পতিবার বিকেলে ৩ কোম্পানির সভা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা ২০ জুলাই, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে-

সি এন্ড এ টেক্সটাইলস: কোম্পানিটির সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

এছাড়াও কোম্পানিটি সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় ও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

সিঙ্গার বাংলাদেশ: কোম্পানিটি সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top