সকল মেনু

পর্ষদ সভার তারিখ ঘোষণা করল ১৬ কোম্পানি

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা তথ্য নিচে বিস্তারিত-

পূবালী ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৬ জুলাই, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ৬৪ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড: ব্যাংকটির পর্ষদ সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি লোকসান করেছিল ৯৭ পয়সা।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড: ব্যাংকটির পর্ষদ সভা ২৬ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ১৯ পয়সা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৭ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৩৬ পয়সা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৬ জুলাই, বিকাল  ৪টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ৭৫ পয়সা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৭ জুলাই, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ৯১ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৭৪ পয়সা।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: ব্যাংকটির পর্ষদ সভা ২৬ জুলাই, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৯৮ পয়সা।

যমুনা ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৬ জুলাই, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ৭৮ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৬ জুলাই, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৪৯ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৬ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৩১ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড: কোম্পানিটির সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৬ টাকা ৮৫ পয়সা।

কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৬ জুলাই, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৬৩ পয়সা।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির সভা ২৬ জুলাই, বিকাল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এনআরবিসি ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা ২৪ জুলাই, দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ পয়সা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৯ জুলাই, দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top