শাহীনুর ইসলাম: এমারেল্ড ওয়েল লিমিটেডের সম্পদ নিলামের বিজ্ঞাপন জাতীয় একটি দৈনিকে আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিক নিলাম বিজ্ঞপ্তি নিয়ে বিনিয়োগকারীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল হোসেন।
‘আপনারা নিরাশ হবেন না। শেষ পর্যন্ত আমরাই জিতে যাব’ মঙ্গলবার দুপুরে (২৫ জুলাই) বলেন তিনি।
আফজাল হোসেন বলেন, বেসিক ব্যাংকের সঙ্গে আমরা দুদিন বসেছি। তারা বাস্তবসম্মত চিন্তা করছে। আর আজকের নিলামের যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, তা আদালতের নির্দেশ, বিধিবদ্ধ নিয়ম।
টেলিফোনে তিনি বলেন, সব জেনেই আমাদের চেষ্টায় আমরা ফ্যাক্টরি চালু করেছি। পাঁচ বছর বন্ধ থাকা ফ্যাক্টরিতে এখন উৎপাদন হচ্ছে- জাপানের সঙ্গে তেল রফতানির চুক্তি করেছি -এটা নিয়ে কেউ সাধুবাদ দিলো না। বরং অর্থঋণ আদালতে চলমান মামলায় আদালত যে নির্দেশনা দিয়েছেন, তাই নিয়ে যতো কথা। তবে চালু যখন করেছি শেষ পর্যন্ত টিকেও থাকবো, ইনশাআল্লাহ।
ব্যাংকের সঙ্গে আলোচনায় সুরাহা সম্পর্কে আফজাল হোসেন বলেন, বেসিক ব্যাংকের সঙ্গে দুদফা আলোচনা হয়েছে। তাদের প্রিন্সিপাল মানি ৭৪ কোটি পরিশোধ করতে হবে। আমরাও সম্মত হয়েছি কিন্তু আদালতে যে মামলা চলমান রয়েছে তাকে হঠাৎ করে থামিয়ে দেয়া যায় না। বিধিবদ্ধ নিয়মে বেসিক ব্যাংকের আবেদনে সমঝোতার কথা জানিয়ে তা বন্ধ করতে হবে।
বেসিক ব্যাংকও আদালতের নির্দেশ হঠাৎ থামাতে পারবে না। বিধিবদ্ধ নিয়মে তা বন্ধ হবে। আরো অনেক প্রক্রিয়া আছে, আপনারা নিরাশ হবেন না। শেষ পর্যন্ত আমরাই জিতে যাব, বলেন আফাজাল হোসেন।
ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া এমারেল্ড ওয়েল লিমিটেডের স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিলাম আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বেসিক ব্যাংক লিমিটেড। নিলামের আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৫ জুলাই) দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ৮ নং পৃষ্ঠায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১৬ আগস্ট, বেসিক ব্যাংক কোম্পানিটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে তুলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।