সকল মেনু

এমারাল্ড অয়েলের ১১ লাখ শেয়ার কিনবে জাপানিজ কোম্পানি

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ লাখ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে জাপানিজ প্রতিষ্ঠান বি-বর্ন কোম্পানি লিমিটেড।

এমারাল্ড অয়েলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ১ আগস্ট লেখা চিঠিতে শেয়ার কেনার এমন আগ্রহ প্রকাশ করে জাপানিজ কোম্পানিটি। পরদিন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানকে এ তথ্য জানিয়েছেন এমারাল্ডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন।

এর আগে গত ২০ জুলাই এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, কোম্পানিটি বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল আমদানি করবে এমারাল্ড অয়েল থেকে।

এমারাল্ডের শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করে আফজাল হোসেনকে লেখা চিঠিতে বি-বর্নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিংগো মিয়াওচি বলেন, গত ১৭ থেকে ২২ জুলাই বি-বর্ন কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এমারাল্ড অয়েল পরিদর্শন করে।

পরিদর্শনকালে কোম্পানি কর্তৃপক্ষের মনে হয়েছে, রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী এমারাল্ড অয়েলের বিশাল ব্যবসার সুযোগ রয়েছে। এমারাল্ডের উৎপাদিত ক্রুড অয়েলের একজন প্রধান ক্রেতা এবং কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও কৌশলগত অংশীদার হিসেবে এমারাল্ড অয়েলের শেয়ারহোল্ডার হওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। এমন সংযোগের পরিপ্রেক্ষিতে আমরা এমারাল্ড অয়েলে বিনিয়োগে আগ্রহী। তাই ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে এমারাল্ডের ১১ লাখ শেয়ার কেনার আগ্রহ দেখায় বি-বর্ন কোম্পানি।

সর্বশেষ গত বৃহস্পতিবার এমারাল্ড অয়েলের প্রতিটি শেয়ার কেনাবেচা হয়েছে ১৫১ টাকায়। এ হিসাবে অন্তত ১৬ কোটি ৬১ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হবে বি-বর্নকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top