সকল মেনু

সিএনএ টেক্সটাইলের এজিএম মঙ্গলবার

স্টাফ রিপোর্টার: সিএনএ টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) দীর্ঘ ৬ বছর পর মঙ্গলবার, ০৮ আগস্ট কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন কালুরঘাট, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। যেসব বিনিয়োগকারী যারা এজিএমে সরাসরি যেতে পারবেন না, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো এ বছর নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ০.৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সঙ্গে সিএনএ টেক্সটাইলের একীভূত করারও সিদ্ধান্ত নেয়া হয়। যা এজিএমে বিনিয়োগকারীদের সম্মতি নেয়া হবে।

কোম্পানি সূত্রে জানা যায়, সিএনএ টেক্সটাইলের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোম্পানিটিকে ২০১৬-২০১৭ অর্থবছর থেকে টানা ৬ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুমতি দেয়।

সেই ধারাবাহিকতায় সিএনএ টেক্সটাইল তাদের ফ্যাক্টরী প্রাঙ্গণ, বিসিআইসি শিল্প এলাকা, কালুরঘাট, চট্টগ্রামে ০৮ আগস্ট দুপুর ১২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এজিএম করার সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮,২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া দীর্ঘদিন কোম্পানির ফ্যাক্টরীতে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ০.৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে সিএনএ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ০৭ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top