স্টাফ রিপোর্টার: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। মঙ্গলবার, ৮ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা এবং যা আগের বছর ১৪ পয়সা আয় ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১৪ পয়সা।
আগামী ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৯ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৯, ২০২৩ , ৪:০৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।