রাসেল কবির: গেল সপ্তাহের (৬-১০ আগস্ট) বাজার বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ সবগুলো সূচকেরই নিম্নমুখী ধারা অব্যাহত ছিলl
গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৩০ শতাংশের উপরে। যা টাকার অংকে প্রায় ৮৯৩ কোটি টাকা l
ডিএসইতে সপ্তাহের গড় লেনদেন ছিল ৪১৩ কোটি টাকা। ৩৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয় সপ্তাহজুড়েl
২০৬টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে মাত্র ৩৫টি এবং দাম কমেছে ১৪৪টি কোম্পানিরl
সপ্তাহের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স -এর অবস্থান ছিল ৬৩২৯ পয়েন্টl সপ্তাহ শেষে এটি ৬২৮১ পর্যন্ত নেমে দিনশেষে ৬২৯৭ পয়েন্টে ক্লোজ হয়l
তবে মূলকথা হলো- কেমন যেতে পারে চলতি সপ্তাহ (১৩-১৭ আগস্ট)
টেকনিক্যাল ভিউ বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৬২৮১ পর্যন্ত (একটি সাপোর্ট লাইন) টাচ করে ৬২৯৭ পর্যন্ত ক্লোজ দিয়েছে। যা একটি রিভার্সাল ক্যান্ডেলে ইঙ্গিত দেয়, যদিও এভারেজ লেনদেন আশা জাগানিয়া নয়l ইনডেক্স -এর নিকটতম রেসিস্টেন্স ৬৩০০/৬৩২০।
যদিও বর্তমানে ইনডেক্স আরএসআই ৪০ -এর আশেপাশে। মানিফ্লো ৩০ -এর নিচে এবং এমএসিডি ডাউন অর্থাৎ সার্বিক ইন্ডিকেটর নিম্নমুখী।
বাজার ভাল হওয়ার জন্য লেনদেনের ভলিউম বাড়ার বিকল্প নেই। তবে আশা করছি, চলতি সপ্তাহ সূচক কিছুটা ইতিবাচক আচরণ করতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।