Homeবিএসইসিসাউথইস্ট ব্যাংক নিয়ে তদন্ত করবে বিএসইসি

সাউথইস্ট ব্যাংক নিয়ে তদন্ত করবে বিএসইসি

স্টাফ রিপোর্টার: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সব উদ্যোক্তা পরিচালকের ধারণকৃত শেয়ারহোল্ডিং, লেনদেনসহ বেশকিছু বিষয় তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত রোববার বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পারিচালকদের শেয়ারহোল্ডিং, ঋণ, বিনিয়োগ ও লেনদেন তদন্ত করবে কমিটি। একই সঙ্গে ব্যাংকটি ইনসাইডার ট্রেড করছে কিনা, শেয়ারদরে ম্যানিপুলেশন করছে কিনা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কিনা সেসব বিষয় তদন্ত করে দেখবে কমিটি। গঠিত কমিটিকে ৬০ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমার নির্দেশনা দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে কমিশন। কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে ব্যাংকটির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ দুই প্রান্তিক বা ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা এবং আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৪৬ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত