প্রকাশ : আগস্ট ১৩, ২০২৩ , ১২:৩৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান পদ থেকে চৌধুরী ফজলে ইমাম, ব্যবস্থাপনা পরিচালক থেকে মোহাম্মদ আদনান ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে প্রিন্স মজুমদার পদত্যাগ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ৯ আগস্ট থেকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এরপর কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোহাম্মদ আদনান ইমামকে চেয়ারম্যান, প্রিন্স মজুমদারকে ভাইস চেয়ারম্যান ও শাহজালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৩, ২০২৩ , ১২:৩৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।