প্রকাশ : আগস্ট ১৭, ২০২৩ , ১:১৯ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বিশ্ব বাণিজ্য ও ব্যবসার অন্যতম কেন্দ্র দুবাইতে আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩’। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘থিঙ্ক বাংলাদেশ : ডিসকভার হাইয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট’। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা এর আয়োজক।
বিজনেস আমেরিকা ম্যাগাজিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্বদের স্বীকৃতি দুবাইয়ের মিলেনিয়াম প্লাজা ডাউনটাউনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে ব্যবসারত উদ্যোক্তা, প্রবাসী ব্যবসায়ীসহ বিশ্বের অন্যান্য দেশের উদ্যোক্তারাও এ ইভেন্টে অংশ নেবেন। সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কুয়েত, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ওমান, কাতার, সৌদি আরব ও স্পেন থেকে ব্যবসায়ীরা সম্মেলনে যোগ দেবেন।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ১৭, ২০২৩ , ১:১৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।