সকল মেনু

কোনো লভ্যাংশ দেয়নি ফার্স্ট ফাইন্যান্স

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ডিসেম্বর-২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে প্রতিষ্ঠানটির আয়ের বিপরীতে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা।

লোকসানে থাকায় শেয়াহোল্ডারদেরজন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পর্ষদ। এর ফলে টানা তিন বছর শেয়াহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।এর আগের ২০১৯ সালে সর্বশেষ ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩টি। কোম্পানির মঙ্গলবার দিনের শুরুতে মূল্য ছিল ৫ টাকা ৫০ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top