স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজার সংকটময় সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণে উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
তিনি বলেন, এক শ্রেণীর অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা পুঁজিবাজার নিয়ে গুজব ছড়াচ্ছে। বিভিন্ন ইস্যুতে তারা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সঙ্গে সোমবার বৈঠক কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর মো. (অব) ইমদাদুল ইসলাম।
বৈঠকে হাফিজ মুহম্মদ হাসান বাবু আরো বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। যে কোন মূল্যে বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে।
সভায় সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, সংকটময় সময় উত্তরণে উভয় স্টক একচেঞ্জ পুঁজিবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড এবং নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।