স্টাফ রিপোর্টার: চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার ১ দশমিক ২৭ শতাংশ। এ হার আগের দুই অর্থবছরের একই মাসের এডিপি বাস্তবায়নের হারের চেয়ে বেশি। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসের বাস্তবায়নের হার ছিল ১ শতাংশেরও কম, মাত্র শূন্য দশমিক ৯৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের এ হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই মাসে এডিপির ৩ হাজার ৪৮৯ কোটি টাকা খরচ করতে সক্ষম হয়েছে মন্ত্রণালয় এবং বিভাগগুলো। গত অর্থবছরের জুলাই মাসের চেয়ে এটি অনেক বেশি।
গত অর্থবছরের জুলাই মাসে ব্যয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪৫৫ কোটি টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ২ হাজার ৬৯৩ কোটি টাকা। সাধারণত প্রতি অর্থবছরেই আগের অর্থবছরে তুলনায় এডিপির আকার বৃদ্ধি পেয়ে থাকে।
সে ধারাবাহিকতায় চলতি অর্থবছর এডিপি বরাদ্দ গত অর্থবছরের তুলনায় বেড়েছে ১৮ হাজার কোটি টাকা। মোট আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। ১ হাজার ৩৪০টি প্রকল্পের বিপরীতে এ বরাদ্দ রয়েছে।
অবশ্য তুলনামূলক ভালো অগ্রগতির মধ্যেও অর্থবছরের প্রথম মাসে বৃহৎ বরাদ্দের ১৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তাদের খরচের খাতা খুলতে পারেনি।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প বাস্তবায়নের হার ৩ দশমিক ১৩ শতাংশ। প্রথম মাসেই ১ হাজার ২৫৩ কোটি টাকা ব্যয়ে সক্ষম হয়েছে তারা। বরাবরের মতো এবারের এডিপিতেও সবচেয়ে বেশি ১৪ দশমিক ৫৬ শতাংশ বরাদ্দ রয়েছে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পগুলোতে। চলতি অর্থবছর এ বিভাগের বাস্তবায়নাধীন প্রকল্প সংখ্যা ২১৬টি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।