সকল মেনু

হিমাদ্রির প্রতি শেয়ারের মূল্য ৩ হাজার ৭১৩ টাকা কেন, তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। ১০ টাকার শেয়ার বৃহস্পতিবারও ১০ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।

মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখেতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বুধবার (৩০ আগস্ট) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি জানায়, তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে ডিএসইকে ১০ কার্যদিবস সময় বেঁধে দিয়েছে বিএসইসি।

স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে না পারায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।

ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির চিত্র

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর হিমাদ্রি লিমিটেডসহ চারটি ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি ও দুটি নতুন কোম্পানির লেনদেনের মাধ্যমে ডিএসইর এসএমই প্লাটফর্ম চালু হয়। কোম্পানিটি এ মার্কেটে ৯ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু করেছে।

এরপর দেড় বছর বা ১৮ মাস কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির গতি স্বাভাবিকই দেখা যায়। চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৩৫ টাকা ৩০ পয়সায়। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েই চলছে।

সর্বশেষ বৃহস্পতিবার (৩১ আগস্ট) লেনদেন শেষে কোম্পানির শেয়ারদর দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে মাত্র চার মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ হাজার ৬৭৮ টাকা ৪০ পয়সা বা ১০৪ দশমিক ২০ গুণ। আলোচ্য সময়ের মধ্যে গত ৭ মে কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি ১৫ হাজার ৭৭৪টি লেনদেন হয়। এরপর গত ২ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ১৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা অর্থাৎ চার মাসে শেয়ারপ্রতি দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।

এদিকে, ডিএসইকে বুধবার তদন্তের নির্দেশ দেয়ার পরদিন বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার শেয়ারবাজারে হিমাদ্রির শেয়ারপ্রতি দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারপ্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top