আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২৩ , ৪:১৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৭ আগষ্ট ব্লক মার্কেটে লেনদেনের ৫০ শতাংশই বেক্সিমকো গ্রীন সুকুকর। মঙ্গলবার ব্লকে ৭৪টি কোম্পানির মোট ৯৯ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রোববার ব্লক মার্কেটে বেক্সিমকো গ্রীন সুকুকের বিশাল লেনদেন হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির ৪৯ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশ।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮ কোটি ৮ লাখ ৪৯ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৮ কোটি ৪১ লাখ ৭২ হাজার, সোনালী পেপারের ৫ কোটি ৮০ লাখ ৪১ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫ কোটি ৬৬ লাখ ২৯ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ২০ লাখ ৮০ হাজার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১ কোটি ২০ লাখ ১৬ হাজার এবং বিডি ফাইনান্সের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
আপডেট : সেপ্টেম্বর ৬, ২০২৩ , ৪:১৫ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।