স্টাফ রিপোর্টার: মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে কোম্পানিটি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার দিনভর কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৫০ পয়সা থেকে ৫১ টাকার মধ্যে ওঠানামা করেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৬ আগস্ট মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ মঙ্গলবার এর শেয়ারদর ৪৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ারের লেনদেনও বেড়েছে উল্লেখেযাগ্য পরিমাণে।
সম্প্রতি কোম্পানিটির পর্ষদে পরিবর্তন এসেছে। স্টক এক্সচেঞ্জকে দেয়া তথ্যানুসারে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মুর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লতিফা বিনতে লুৎফর, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ও আসাদুর রহমান মির্জা তাদের পদ থেকে পদত্যাগ করেন এবং তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার মেহমুদ ইকুইটিস লিমিটেডের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।
তাদের পরিবর্তে মেহমুদ ইকুইটিসের মনোনীত হিসেবে ড. একেএম সাহাবুব আলম পরিচালক/ব্যবস্থাপনা পরিচালক, শওকত মেহমুদ ও নয়ন মাহমুদ পরিচালক হিসেবে যোগ দেন।
৩০ জুন, ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা এবং আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।