সকল মেনু

মঙ্গলবার ৫ প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

স্টাফ রিপোর্টার: রেকর্ড ডেটের কারণে ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার শেয়ার লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আমরা নেটওয়ার্কস, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফান্ডগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

আগামী বুধবার, ১৩ সেপ্টেম্বর থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top