প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে আসছে সাধারণ বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসির ৮৮২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি মেয়াদী আমানত রাখা, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ২৮ টাকা ৭৩ পয়সা।
আলোচিত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ২২ পয়সা।
ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি অবলেখকের দায়িত্বও পালন করবে। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ না করার শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।