সকল মেনু

গেল সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: গেল সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৬.৯৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৭০ লাখ ০৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৪ লাখ ০২ হাজার।

ডিএসই সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৯.৮৫ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড সর্বচ্চো ২২.২৫ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top