সকল মেনু

বিএসইসির তদন্ত কমিটি গঠনের খবরে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম কমল

স্টাফ রিপোর্টার: সপ্তাহের প্রথম দিন ঢাকার শেয়ারবাজারে রবিবার সকাল থেকেই লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে। দিনের প্রথম এক ঘণ্টা ৩০ মিনিটেই লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার শেয়ার। সকালে সূচকের ঊর্ধ্বগতি থাকলেও পরে একটি সূচক পড়ে যায়। এই সময় মূল্যস্তরে আটকে থাকা শেয়ার ছাড়া এই সময় বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।

লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম আজ অনেকটা কমে গেছে। গত বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তদন্ত কমিটি গঠনের খবরে এই কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করে।

গত ১৯ মার্চ থেকে এই কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।

খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, রবিবার আবারও বিমা খাত এগিয়ে আছে। লেনদেনের শীর্ষ তালিকায় বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য দেখা যাচ্ছে। এ ছাড়া অন্য কোনো খাত সেভাবে এগিয়ে নেই।

রবিবার দিনের এক ঘণ্টা ৩০ মিনিট লেনদেনের পর বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ছিল ঊর্ধ্বগামী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক ০৯ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ১০ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৪ পয়েন্ট।

রবিবার দিনের প্রথম দেড় ঘণ্টায় লেনদেনের শীর্ষে আছে প্রভাতী ইন্স্যুরেন্স; এই কোম্পানির লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার শেয়ার। লেনদেনের দ্বিতীয় স্থানে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। লেনদেন হয়েছে ২৮ কোটি ৬০ লাখ টাকার। তৃতীয় স্থানে আছে কন্টিনেন্টাল ইনস্যুরেন্স। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৬ লাখ টাকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top