স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে আমদানি করা পণ্যের দাম যাচাইয়ের জন্য আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার, ১৮ সেপ্টেবর কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা দেখেছি, অনেক ব্যবসায়ী ৫ রকমের পণ্য আনলেও আলাদা আলাদা আমদানি মূল্য উল্লেখ করছেন না। তারা সবগুলো পণ্যের মোট ইউনিট হিসাব করে গড়ে প্রতি ইউনিটের প্রাইজ কোড করে আমদানি করতে চাচ্ছেন। এভাবে তো চলতে পারে না। তাই, নতুন নির্দেশনায় আমরা বলে দিয়েছি, যেসব পণ্য আনা হবে সেগুলোর আলাদা আলাদা পণ্যের মানভেদে দাম উল্লেখ করতে হবে, যাতে আমরা পণ্যগুলোর দাম আন্তর্জাতিক বাজারের মূল্যতালিকা অনুযায়ী ঠিক আছে কিনা, তা যাচাই করতে পারি।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি করা পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ, মান, ব্র্যান্ড, উৎপাদনের তারিখ, প্যাকেজিং সংক্রান্ত তথ্য ও গ্রেড (যদি থাকে), যা দ্বারা পণ্যের গুণগত মান পৃথক করা যায় এবং ইউনিট প্রতি মূল্য ও পরিমাণ উল্লেখ করতে হবে। একই প্রোফর্মা ইনভয়েস (পিআই)- এর মাধ্যমে একাধিক পণ্য আমদানির ক্ষেত্রেও এগুলো মানতে হবে।
এছাড়া, ভিন্ন ভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে সাধারণভাবে সকল পণ্যকে একটি নির্দিষ্ট ইউনিট, যেমন– কেজি, লিটার অথবা পিস ইত্যাদিতে পরিমাপ না করে তাদের প্রকৃতি অনুযায়ী প্রযোজ্য ইউনিটে উপস্থাপন করতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি) কর্তৃক অনুমোদিত ইনকোটার্মস এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবহন ভাড়া যথাযথভাবে উল্লেখ করতে হবে।
আমদানি করতে চাওয়া পণ্য সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণের জন্য হার্মোনাইজড সিস্টেম (এইচএস) কোডের ৮ ডিজিট পূর্ণরূপে উল্লেখ করতে হবে।
হারমোনাইজড সিস্টেম কোড বিশ্বের অধিকাংশ দেশ দ্বারা স্বীকৃত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য শনাক্তের জন্য এই কোড ব্যবহার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।