স্টাফ রিপোর্টার: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় ১০ ব্যাংককে শাস্তির আওতায় আনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ব্যাংকগুলোকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, বেশকিছু ব্যাংকের বিরুদ্ধে বেশি দামে ডলার কেনাবেচার অভিযোগ পাওয়া গিয়েছিল। তদন্ত করে বাংলাদেশ ব্যাংক ঘটনার সত্যতা পেয়েছে। ফলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত জুলাই মাসে ১৩টি ব্যাংকের বিরুদ্ধে ডলার দর নিয়ে কারসাজির অভিযোগ পেয়ে অধিকতর তদন্ত করেছিল বাংলাদেশ ব্যাংক। ১৩টি ব্যাংকের মধ্যে ১০টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ ব্যাংক।
গত জুলাই মাসে অধিকতর তদন্ত শুরু করার সময়ে মেজবাউল হক বলেছিলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বলা যাবে তারা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ভেঙেছে কিনা। তদন্তে প্রাপ্ত ফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তখন বিস্তারিত বলা যাবে।
একই অভিযোগে গত বছরের আগস্টে অতিরিক্ত দরে ডলার কেনাবেচায় দেশি-বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই তালিকায় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাম ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।