প্রকাশ : সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৩.১৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে পাওয়া যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬৬ কোটি ৪০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ২৮ লাখ টাকা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৫ কোটি ৪০ লাখ টাকা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১৪.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ১০:২৮ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।