স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ ১৭ সেপ্টেম্বর যোগদান করেন। যোগদানের পর ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন৷
তাঁর সঙ্গে ছিলেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, টুঙ্গিপাড়া উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস সহ বিএসইসি এবং ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।