সকল মেনু

গেল সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১২৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ হাজার ৭১৮ কোটি ১৩ লাখ ২ হাজার টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, জেমিনি সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top