স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও মিনোরি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে যমুনা এডিবল অয়েল কোম্পানি লিমিটেডের। ত্রিপক্ষীয় চুক্তির উৎপাদন বাণিজ্যে এমারাল্ড অয়েলের বছরে গড়ে ৯শ’ কোটি টাকার বেশি বিক্রিতে ৩০ কোটি টাকার বেশি নিট মুনাফা হবে বলে মনে করছে কোম্পানির কর্তৃপক্ষ।
রাজধানীর একটি হোটেলে রোববার ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এমারাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন, মিনোরি বাংলাদেশের তরুণ উদ্যোক্তা মিয়া মামুন ও যমুনা এডিবল অয়েলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে এমারাল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন বলেন, চুক্তির ফলে আমাদের উৎপাদন ক্ষমতা আরো বাড়বে। ফলে আমরা যমুনা এডিবল অয়েল মিলে প্রতিদিন ৬০০ মে. টন ব্রান (কুঁড়া) ক্রাসিং করতে পারব। এর ফলে বছরে আমাদের টার্নওভার হাজার কোটি টাকায় পৌঁছাবে। ভ্যাট এবং ট্যাক্স বাদ দিয়ে এমারাল্ড ওয়েল বছরে ৩০ কোটি টাকার বেশি নিট মুনাফা করতে পারবে।
মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, আমরা যৌথভাবে যমুনা এডিবল অয়েল কোম্পানির সঙ্গে কাজ করব। এতে মিনোরি প্রয়োজনীয় অর্থের যোগান দেবে আর পরিচালনায় থাকবে এমারাল্ড অয়েল। ফলে তিনটি কোম্পানিই মুনাফা করতে পারবে।
তিনি বলেন, রাজশাহীতে ধানের কুঁড়া সহজলভ্য হওয়ায় কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে পারব। এতে রাইস ব্রান অয়েলে ফ্রি-ফ্যাটি এসিডের উপস্থিতি কম থাকবে। ফলে জাপানে তেল রপ্তানি সহজ হবে।
অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করে যমুনা এডিবল অয়েলের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান বলেন, ফ্যাক্টরি চলমান রয়েছে। আমাদের উন্নত প্রযুক্তির অভাব রয়েছে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে পারলে আমরা উন্নত প্রযুক্তি পাব। ফলে আমরা আরও লাভবান হতে পারব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমারাল্ড অয়েলের কোম্পানি সচিব মো. এমরান হোসাইন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম, ফু-ওয়াং ফুডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. সিদরাতুল মাহবুব, কোম্পানি সচিব শরীফ মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।