প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৬:১৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর ইলেকট্রনিক সাবিস্ক্রেপশনের তারিখ নির্ধারণ করেছে। ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর, রোববার। যা চলবে ১ অক্টোবর, রোববার পরযন্ত।
ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডটিতে আবেদনের জন্য বিনিয়োগকারীদের নূনতম ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এটি একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end), যা স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।
সূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ১০০ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ৬:১৮ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।