প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লভ্যাংশ ঘোষণা না করেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে কোম্পানিটি। শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
প্রসঙ্গত, কোম্পানিটির পর্ষদ সোমবার ২০২১, ২০২২ ও ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটির শেয়ার দর কমার কথা থাকলেও উল্টো দর বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৪ হাজার ৫৬২ বারে ৩০ লাখ ৩৩ হাজার ৭৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭.৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৮০ টাকা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬.০১ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতি ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১১:৩৫ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।