সকল মেনু

মঙ্গলবার লেনদেনের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ২৫ লাখ ১৫ হাজার ৬১২টি শেয়ার হাতবদল করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, জেমিনি সী ফুড লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ লাখ  ৯২ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৭৪  লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন ৩৭ লাখ ৪৪ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সিরকো ফার্মা, সী পার্ল ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top