স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের টানা তিন বছর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
তারপর থেকে অর্থাৎ ২০২১, ২০২২ এবং ২০২৩ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০২০ সালের জুনের পর থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে।
এর মধ্যে (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) ২০২১ সালে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৮৫ পয়সা। ২০২২ সালে ছিল ৩ টাকা ৭৮ পয়সা এবং ২০২৩ সালে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ২ টাকা ৪৯ পয়সা।
২০০০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়নি। উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে এজিএমের দিন জানিয়ে দেবে মিরাকল ইন্ডাস্ট্রিজ।
৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার অনুমোদিত কোম্পানির বর্তমানে শেয়ার রয়েছে ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৭টি। সোমবার, ২৫ সেপ্টেম্বর এ শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৪ টাকা ৭০ পয়সায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।