স্টাফ রিপোর্টার: নিউ লাইন ক্লোথিংসের ম্যানেজমেন্ট ঢাকা থেকে অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোববার জানিয়েছে, কোম্পানির রেজিস্ট্রেড অফিস কচুয়াকুরি, কামরাঙ্গাচালা মৌচাক, কালিয়াকৈর গাজীপুর অপস্থিত।


কোম্পানিটি ঢাকা থেকে অফিস পরিবর্তন করে গাজীপুরে যাবে।