স্টাফ রিপোর্টার: দেশের ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম মুর্শেদ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা জানান, মুর্শেদের মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে এবং তিনি এই পদে আর দায়িত্ব পালন করতে চান না। তবে, গোলাম মুর্শেদের সঙ্গে ফোনে কল কিংবা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গোলাম মুর্শেদ নিজেই হয়তো ব্যবসা শুরু করতে পারেন।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১১, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।