সকল মেনু

আইপিও পরবর্তী তিন বছরেও টেকনো ড্রাগসের ‘মুনাফা কমবে না’

সিনিয়র রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা নির্দিষ্ট খাতে ব্যবহার করা না হওয়ায় মুনাফা কমে। তবে টেকনো ড্রাগসের মুনাফা কমার সুযোগ নেই। তার কারণ, ৮০ শতাংশ শেয়ার কোম্পানি ধারণ করেছে। বার্থ কন্টোল ওষুধ শুধুমাত্র আমরাই উৎপাদন করছি এবং সরকারকে সরবরাহ করছি; যা গত ১৫ বছর ধরে চলছে।

রাজধানীর একটি হোটেলে শনিবার বিকেলে (১৪ অক্টোবর) রোড শো অনুষ্ঠানে এসব কথা বলেন কোম্পানির প্রধান অর্থনীতিক কর্মকর্তা (সিএফও) পিযুশ কুমার। অনুষ্ঠানে কোম্পানির আর্থিকচিত্র, ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে ওষুধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। টাকার বড় অংশ ব্যয় হবে নতুন মেশিনারি, ভবন নির্মাণ ও আংশিক ঋণ পরিশোধে।

বুকবিল্ডিং পদ্ধতির শর্তানুসারে রোড শো’র আয়োজন করে কোম্পানির কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top