আপডেট : অক্টোবর ১৪, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যাংক হিসাবে টাকা জমা হলেই বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর উপ-করকমিশনার মো. রুহুল আমিন স্বাক্ষরিত একটি চিঠি সোমবার (৯ অক্টোবর) দেশের সব ব্যাংক ব্যবস্থাপক ও শাখাপ্রধান বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করদাতা কোম্পানি ফু-ওয়াং ফুডসের আয়কর বাবদ বকেয়া ৪ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা, যা এখনো পরিশোধ হয়নি। এমতাবস্থায়, আয়কর আইন ২০২৩ এর ২২১ ধারা অনুযায়ী, আপনি অবিলম্বে খেলাপকারীকে আপনার প্রদেয় অর্থ থেকে অথবা অর্থ প্রদেয় হওয়া মাত্র অথবা খেলাপকারী অর্থ আপনার অধিকারে আসা মাত্র ৪ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা কর অঞ্চল-১৫-এ প্রদান করবেন।
এর আগে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ফু-ওয়াং ফুডসের প্রধান কর্মকর্তা বরাবর অপরিশোধিত আয়কর বাবদ বকেয়া পরিশোধে এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে চিঠি প্রদান করা হয়।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।