স্টাফ রিপোর্টার: কেডিএস এক্সেসরিজ লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার (২৩ অক্টোবর) কোম্পানির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
কোম্পানি সূত্রে সোমবার রাতে জানা গেছে, বিদায়ী বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৭৯কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৭৪৮ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১৫ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ ১ টাকা করে দেয়া হবে।
আগের বছর কোম্পানির কর-পরবর্তী মুনফা ছিল ৩১৯কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩২৯ টাকা। তাতে শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৩৩ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ১৬ শতাংশ অর্থাৎ ১ টাকা ৬০ পয়সা।
সে হিসাবে ২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় কমেছে।
কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ১৩ পয়সা, যা ২০২২ সালে ছিল ২৫ টাকা ৫৮ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৩, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।