সকল মেনু

তালিকাচ্যূত হল বেক্সিমকো সিনথেটিকস

স্টাফ রিপোর্টার: বেক্সিমকো সিনথেটিকসকে পুঁজিবাজার থেকে চূড়ান্তভাবে তালিকাচ্যূতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর বিএসইসি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। বেক্সিমকো সিনথেটিকসের পুঁজিবাজার থেকে লেনদেন অপসারাণ ও তালিকাচ্যূত কারযকর হয়েছে গত ২২ অক্টোবর, রোববার থেকে।

কোম্পানিটি আরও জানায়, বিনিয়োগকারীরা যারা এখনও কোম্পানির এক্সিট প্লান অফারটি গ্রহণ করেনি, তারা আগামী ১ বছরের মধ্যে শেয়ার সমর্পণের জন্য আবেদন করতে পারবে।

২০২০ সালের ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন লেনদেন স্থগিত করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top