সকল মেনু

ইফাদ অটোস লোকসানে

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড সর্বশেষ ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে মুনাফা থেকে লোকসানে পড়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯১ পয়সা এবং গত বছরের একই সময় যা ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরে বাণিজ্যিক গাড়ির চাহিদা কমে যাওয়ায় বিক্রি ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামাজনিত ক্ষতি ও মূল্যস্ফীতির কারণে মুনাফা কমেছে।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজিএমের সময় পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। পর্ষদ সভায় কোম্পানিটির নাম ইফাদ অটোস লিমিটেড থেকে ইফাদ অটোস পিএলসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top