Homeখাতওয়ারী সংবাদওটিসি থেকে এসএমইতে আসছে না আল-আমিন ও রাঙ্গামাটি ফুডস

ওটিসি থেকে এসএমইতে আসছে না আল-আমিন ও রাঙ্গামাটি ফুডস

স্টাফ রিপোর্টার: এসএমই বোর্ডে ওভার দ্য কাউন্টির (ওটিসি) ২টি কোম্পানির তালিকাভুক্ত আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার কোম্পানি দুটিকে পৃথক  চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তালিকাভুক্তর অনুমোদন না পাওয়া কোম্পানিগুলো হলো- আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রাঙ্গামাটি ফুডস প্রোডাক্টস লিমিটেড।

ডিএসইর একটি প্রতিনিধি দল গত 8 অক্টোবর উভয় কোম্পানির কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করে। পাশাপাশি প্রাসঙ্গিক কাগজপত্র, নথি এবং তথ্য পরীক্ষা কোম্পানিগুলো তালিকাভুক্তির অনুমোদন পাওয়া অযোগ্য বলে মত দিয়েছে।

ডিএসই থেকে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমতি ছাড়াই আল-আমিন কেমিক্যাল এবং রাঙ্গামাটি ফুড যথাক্রমে ২৫ কোটি টাকা এবং ৪০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।

চিঠিতে বলা হয়, রাঙ্গামাটি ফুড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৮ ধারা লঙ্ঘন করে মূলধন সংগ্রহ এবং তহবিল ব্যবহারের বিষয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য বা নথি জমা দিয়েছে।

এছাড়া আল আমিন কেমিক্যালের কোনো পরিবেশগত সনদ বা আমদানি নিবন্ধন সনদ নেই। এর ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা বর্তমানে কর্মক্ষম অবস্থায় নেই। অতএব, কোম্পানিগুলোর শেয়ার ওটিসি থেকে এসএমই বাজারে স্থানান্তর করা হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত