সকল মেনু

তিন কোম্পানির সভার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: লিবরা ইনফিউশন, জিএসপি ফিন্যান্স লিমিটেড ও বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানা বন্ড।

ডিএসই সূত্রে পওেয়া তথ্য বিস্তারিত নিচে-

লিবরা ইনফিউশন: কোম্পানিটির এজিএম আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

জিএসপি ফিন্যান্স লিমিটেড: আগামী ৩০ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।সভায় সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানা বন্ড: বন্ডটির সভা আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় বন্ডটি দ্বিতীয় অর্ধবার্ষিকী সময়ের প্রাপ্ত মুনাফা ইউনিটহোল্ডারদের জন্য ঘোষণা করবে। একই সভায় বন্ডটির ট্রাস্টি রেকর্ড ডেট ঘোষণা করবে। এর আগে বন্ডটি ইউনিটহোল্ডারদের জন্য ৫.৫ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top