সকল মেনু

সাভার রিফ্র্যাক্টরিজের ঋণমান ডাবল বি মাইনাস

স্টাফ রিপোর্টার: সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল বি মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৫’। সর্বশেষ ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৩৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৬৬ পয়সা।

২০১১ সালের পর থেকে আর কোনো লভ্যাংশ দেয়নি বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। মূলত ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসান দেখাচ্ছে কোম্পানিটি।

১৯৮৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০ কোটি ও পরিশোধিত মূলধন ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ২ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১৩ লাখ ৯২ হাজার ৮০০টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top