প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২৩ , ৬:২৬ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ইমাম বাটন লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি ট্যানারি ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ কারখানা প্রাঙ্গণ, ৪৯/এ, সাগরিকা রোড, ফৌজদারহাট হেভি আই/এ, পাহাড়তলী, চট্টগ্রামে একটি ট্যানারি ব্যবসা (লেদার ইউনিট) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির মোট ব্যয় হবে ১১.৫৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি প্রাথমিক বিনিয়োগ করবে ৪.২৫ কোটি টাকা।বাকি টাকা ৭.৩ কোটি টাকা করে ধাপে ধাপে বিনিয়োগ করা হবে। কারখানার (লেদার ইউনিট) এলাকা প্রায় ১৯,৫০০ বর্গফুট এবং অফিস এলাকা ১ হাজার বর্গফুট, উৎপাদন ক্ষমতা বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া এবং প্রতি বছর প্রত্যাশিত লাভ হবে ২ কোটি টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২৩ , ৬:২৬ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।