সকল মেনু

ছয়শত সাত কোটি টাকার শেয়ার ইস্যু করবে ডেসকো

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ কোটি টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে আগামী বছরের ২৭ জানুয়ারি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ডেসকোর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ৫০০ কোটি টাকা সাধারণ শেয়ার ও ১ হাজার ৫০০ কোটি টাকা অগ্রাধিকারমূলক শেয়ারে বিভক্ত করার প্রস্তাব রয়েছে। অগ্রাধিকারমূলক ১ হাজার ৫০০ কোটি টাকা শেয়ারের মধ্যে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত হয়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বড় লোকসান গুনেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৫১ কোটি ৯৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে মুনাফা হয়েছিল ১১ কোটি ৩৬ লাখ টাকা।

প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডেসকোর নিট আয় হয়েছে ১ হাজার ৮৫৭ কোটি ৭৭ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৪৫২ কোটি ৩০ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রা ওঠানামাজনিত কারণে কোম্পানিটির ক্ষতি হয়েছে ৪৪ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল মাত্র ৫ কোটি ৭৯ লাখ টাকা।

আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ডেসকো বিদ্যুৎ বিতরণ বাবদ ২৬৮ কোটি টাকা আয় করেছে এবং আগের হিসাব বছরে যা ছিল ৫২১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি মোট পরিচালন আয় হয়েছে ৪২১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯৫ কোটি টাকা।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির প্রত্যক্ষ পরিচালন ব্যয় ও অবচয় বেড়েছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির বৈদেশিক মুদ্রা ওঠানামাজনিত কারণে ৪২৮ কোটি টাকা লোকসান হয়েছে এবং আগের হিসাব বছরে যা ছিল মাত্র ৮ কোটি টাকা। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ৫৪১ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরে ৬৩ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকোর পর্ষদ।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ডেসকোর পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেসকো। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।

৩০ জুন ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। আগের হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

তার আগের দুই বছরে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top