স্টাফ রিপোর্টার: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মা, সী পার্ল রিসোর্ট এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্স। এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৮.৪৯ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৫ কোটি ১৪ লাখ ৮৫ হাজার, সী পার্ল রিসোর্টের ৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার এবং কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৪ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি পেস্টিসাইডসের ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার, এমারেল্ড ওয়েলের ২ কোটি ১২ লাখ ৮৬ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ, প্রভাতি ইন্সুরেন্সের ৭৯ লাখ ৩৮ হাজার, একমি ল্যাবরটরিজের ৭৮ লাখ ১৪ হাজার, দেশবন্ধু পলিমারের ৫৮ লাখ ৭২ হাজার এবং ফাইন ফুডসের ৪৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৭, ২০২৩ , ৩:১৯ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।