সকল মেনু

বুধবার দর পতনে খুলনা প্রিন্টিং

স্টাফ রিপোর্টার: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের দর কমেছে। এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৮০ পয়সা বা ৮.৮৮ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে,  দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। আর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন, সী পার্ল রিসোর্ট, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিক এবং এডভেন্ট ফার্মা লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top