সকল মেনু

বুধবার দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের

স্টাফ রিপোর্টার: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দর বেড়েছে। ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, আনলিমা য়ার্ন ডাইং দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা বা ৯.৯২ শতাংশ। খান ব্রাদার্স ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top