সকল মেনু

লিবরা ইনফিউশনস স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

স্টাফ রিপোর্টার: লিবরা ইনফিউশনস লিমিটেড ৩০ জুন, ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫০ শতাংশ স্টক লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। সম্মতি পাওয়া সাপেক্ষে এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন, ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৭৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকা। ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিবরা ইনফিউশনস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top