এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা ( ২৯ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিয়োগ দেয়ার জন্য এ সভা আহ্বান করা হয়েছে।
গত বছরের মার্চে হাইকোর্টের কোম্পানি বেঞ্চের পর্যবেক্ষণে আবদুস সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের এমডি পদে থাকার অযোগ্য বলে অভিহিত করা হয়েছিল। পরে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২৮, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।