সকল মেনু

লংকাবাংলা সিকিউরিটিজের লভ্যাংশ ঘোষণা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরে লংকাবাংলা সিকিউরিটিজের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৪৮ লাখ টাকা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩৩ কোটি ৮৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৩ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৬ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ২৫ পয়সা।

আগামী ১৫ মে বেলা ১১টা ১৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ এপ্রিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top