সকল মেনু

আল-আরাফাহ ও ইউনিয়ন ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ২৫ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ (১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ১৪ পয়সা এবং আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৮৯ পয়সা।

আগামী ১৮ আগষ্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ০৯ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইউনিয়ন ব্যাংক পিএলসি: ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১  টাকা ৫৮ পয়সা এবং আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩ পয়সা।

আগামী ১২ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৬ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top