সকল মেনু

তিন প্রস্তাবের অনুমোদন চায় ডমিনেজ স্টিল, ১৩ জুন পরিবর্তিত ইজিএম

সিনিয়র রিপোর্টার: ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ পরিবর্তন করেছে। নতুন করে অর্থাৎ চতুর্থ ইজিএম আগামী ১৩ জুন বেলা সাড়ে ১১টায় ইন্টারনেটের মাধ্যমে (হাইব্রিড সিস্টেমে) সম্পন্ন হবে। এজন্য কোম্পানি পরিচালনা পর্ষদের সভা ১৬ মে অনুষ্ঠিত হয় এবং আগামী ৬ জুন কোম্পানির রেকর্ড ডেট, বলে রোববার তথ্য প্রকাশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের রোববার প্রকাশিত তথ্য

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৯ সংগৃহীত ৩০ কোটি টাকা ব্যবহারে ২০২২ সালের ১৯ নভেম্বর পরিচালনা পর্ষদ সভা করে। সেই সভায় অর্থ ব্যবহারে আরো ১৫ মাস সময় বাড়িয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময় নেয় প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পর্ষদ। সেই টাকা নির্ধারিত সময়ে ব্যবহার করতে না পারায় নতুন করে আরো নয় মাস সময় চায় কর্তৃপক্ষ।

বিনিয়োগকারীর উদ্দেশ্যে বিশেষ সভায় এজন্য কোম্পানির কর্তৃপক্ষ তিনটি প্রস্তাব আহ্বান করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়।

তা হলো- আইপিওর মাধ্যমে তোলা ৩০ কোটি টাকা টাকা ব্যয়ের সময়সীমা আরো ৯ মাস বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হোক। নির্ধারিত সময়ের মধ্যে টাকা প্ল্যান্ট স্থাপন, যন্ত্রপাতি বসানো এবং বৈদ্যুতিক ইনস্টলেশনে ব্যয়  এবং কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের ৫৫ নম্বর ধারা পরিবর্তন করবে। এজন্য বিনিয়োগকারীদের অনুমোদন চায় কর্তৃপক্ষ।

আরো তথ্য জানতে চাইলে কোম্পানি সেক্রেটারি জামির হোসাইন চৌধুরী বলেন, আইপিওর মাধ্যমে ২০১৯ সংগৃহীত ৩০ কোটি টাকার কিছু ব্যবহার করা হয়েছে। ব্যবসা সম্প্রসারণে বাকি টাকাও ব্যবহার হবে। তবে কোন খাতে, কতো টাকা ব্যবহার হয়েছে তাও বিনিয়োগকারীদের জানানো হবে, বলেন তিনি।

২০২০ সালের ২ ডিসেম্বর দেশের পুঁজিবাজারে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top